ফেসবুক আইডির নিরাপত্তা নিয়ে দুঃচিন্তা না করে কিছু ধাপ অনুসরণ করে আপনার আইডিকে সিকিউরিটি প্রধান করতে পারেন।
১) ইমেইল অ্যাড্রেস হিডেন রাখুন। ফেসবুকে ইমেইল অ্যাড্রেস হিডেন রাখতে Account>Privacy থেকে Setting>information অপশনে ইমেইলের পাশে everyone এর লক চিহ্নে ক্লিক করে custom সিলেক্ট করে Only Me সিলেক্ট করে নিন।
২) সার্চ ইঞ্জিন অপশন Disable করা। এর জন্য Account>Privacy Setting>Search-এ এসে Public Search Results-এর টিকচিহ্ন তুলে দিন।
৩) ইউজার ব্লক করা। ফেসবুকের কোন ইউজার বা ইউজারের ইমেইল অ্যাড্রেস ব্লক করতে Account>Privacy Setting>Block list-এ আসুন। এখানে দেয়া নির্দিষ্ট স্থানে ইউজারের নাম বা ইমেইল অ্যাড্রেস দিয়ে Block বাটনে ক্লিক করুন।
এভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন আপনি আপনার ফেসবুক কে।
No comments:
Post a Comment