
এইচটিএম লিংক : বাংলা ভার্সন
লিংক হচ্ছে কোন লেখা উপর ক্লিক করলে অন্য পেজ বা সাইট আসবে। Anchor ট্যাগের সাহায্যে লিংক তৈরী করা হয়। শুধু টেক্স নয় আপনি চাইলে একটি মেইল এড্রেসের উপর, কোন ছবির উপর, কোন ওয়েভ পেজের সূচীপত্র তৈরী করে এর আইটেমগুলোর উপর লিংক দিতে পারেন।
href (হাইপারটেক্সক্ট রেফারেন্স) :
এটি এট্রিবিউট নির্দেশ করে যে ইউজার ক্লিক করে কোথায় যাবে। Hypertext reference হতে পারে Internal, Local, Global.
Internal : এর মাধ্যমে একই পেজের মধ্যে লিংক তৈরী করা হয়। যেমন : href="#anchorname"
Local : এর মাধ্যমে ওয়েভ সাইটের ভিতরে কোন পেজের সাথে লিংক তৈরী করে। যেমন :
href="/deshiit.blogspot.com/../pics/picuter.jpg"
Global : ওয়েভ সাইটের বাহিরে অন্য ওয়েভ সাইটের লিংক তৈরী করে। যেমন :
href="http://www.facebook.com"
<a> এবং </a> ট্যাগ দ্বারা শুরু এবং শেষ বুঝায়। href এট্রিবিউট দ্বারা কোন্ লিংক স্থাপিত হবে, তা নির্ধারিত হয়। href এট্রিবিউটকে অপেনিং ট্যাগের মধ্যে রাখতে হয়। অপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে কোন লেখা থাকলে, তা পরে ওয়েভ পেজে লিংক হিসাবে দেখা যায়। যেমন :
1. <a href="http://www.facebook.com"> Facebook </a>
উপরের ২ নং লিংকের target টি হচ্ছে একটি এট্রিবিউট। এটি হচ্ছে লিংকটি কোন পেজ বা ট্যাব এর মধ্যে শো করবে। টার্গেট না দিয়ে লিংক দিলে সেটি আপনার নিজের ওয়েভ সাইটে শো করবে।
<a href= "mailto:abc@mail.com" >Email Example</a>
href="http://www.facebook.com"
লিংক তৈরী করার নিয়ম :
<a> এবং </a> ট্যাগ দ্বারা শুরু এবং শেষ বুঝায়। href এট্রিবিউট দ্বারা কোন্ লিংক স্থাপিত হবে, তা নির্ধারিত হয়। href এট্রিবিউটকে অপেনিং ট্যাগের মধ্যে রাখতে হয়। অপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে কোন লেখা থাকলে, তা পরে ওয়েভ পেজে লিংক হিসাবে দেখা যায়। যেমন :
1. <a href="http://www.facebook.com"> Facebook </a>
2. <a
href="http://www.google.com/"
target="_blank"
>Google
Home</a>
উপরের ২ নং লিংকের target টি হচ্ছে একটি এট্রিবিউট। এটি হচ্ছে লিংকটি কোন পেজ বা ট্যাব এর মধ্যে শো করবে। টার্গেট না দিয়ে লিংক দিলে সেটি আপনার নিজের ওয়েভ সাইটে শো করবে।
target=" |
_blank" |
নতুন browser window তে page খোলা
। |
_self" |
current window তে page Load নেয়া। |
|
_parent" |
Loads new page into a frame that is superior to where the link lies |
|
_top" |
সব frames cancel করে, current browser window নতুন page Load নেয়া। |
E-mail Links :
<a href= "mailto:abc@mail.com" >Email Example</a>
ভাল ছিল । অনেক সুন্দর করেই বিষয় টা এক্সপ্লেইন করেছেন :)
ReplyDeletethanx boss.....
ReplyDelete