Social Icons

Saturday, April 27, 2013

ইন্টারনেট ইতিহাস

ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটের মাধ্যমে এক নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারের সাথে ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত কম্পিউটারের যোগাযোগ ব্যবস্থাকে ইন্টারনেটওয়ার্কিং বলা হয়। সে অনুযায়ী ইন্টারনেটকে নেটওয়ার্কের নেটওয়ার্ক বা ইন্টারনেটও বলা হয়। ইন্টারনেট বর্তমান বিশ্বের গতিময়তার মাইলফলক।
এটি তথ্যের এক বিশাল ভান্ডার। যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের এটি একটি অন্যতম মাধ্যমে। ইন্টারনেট দিয়ে বিভিন্নভাবে তথ্য সঞ্চালন ও আহরণ করা যায়। নিত্য নতুন উদ্ভাবনের ফলে দিন দিন ইন্টারনেটের সুযোগ-সুবিধা এবং তথ্যের সমারোহ বেড়ে চলেছে।

ARPANET (Advance Research Projects Administration Network)  দিয়ে ইন্টারনেটের যাত্রা শুরু ১৯৬৯ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেল্স-এর UCLA ল্যাবরেটরিতে আরপানেটের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় প্রথম কম্পিউটার যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়। এরপর ৫ ডিসেম্বর মার্কিন প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় লস এঞ্জেল্স, মেনলো পার্ক, সান্তা বারবারা ও উটাহ বিশ্ববিদ্যালয়ের চারটি কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় এনে আরপানেটের অফিসিয়াল উদ্বোধনী ঘোষণা করে। প্রাথমিক অবস্থায় গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের জন্য এ নেটওয়ার্কে ব্যবহার উন্মুক্ত ছিল। ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী ইন্টারনেট প্রোটোকল টিসিপি/আইপি উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়।
ইন্টারনেট হতে তথ্য আহরণ এবং ইন্টারনেটের মাধ্যমৈ যোগাযোগের জন্য ব্যবহারকারী কম্পিউটারের সাথে সার্ভার কম্পিউটারের সংযোগ স্থাপন করাকে ইন্টারনেট সংযোগ করা বুঝায়। দুই ধরনের ইন্টারনেট সংযোগ হতে পারে। যথা-
১) অনলাইন সংযোগ
২) অফলাইন সংযোগ
ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকার বিষয়কে অন-লাইন সংযোগ বলা হয়। সাধারণত আইএসপিসহ বড় বড় কোম্পানি এরূপ সংযোগ ব্যবহার করে থাকে। এ প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল বিধায় সাধারণ ব্যবহারকারীর জন্য এটি সুবিধাজনক ব্যবস্থা নয়। নিকটবর্তী কোন আইএসপি’র সদস্য হয়ে তাদের সার্ভার কম্পিউটার শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করার বিষয়কে অফ-লাইন সংযোগ বলে।
.
.
.
আজকে এটুকুই! উপকারের তথ্যটি যদি আপনার কাজে কিংবা কোন উপকারে আসে, তাহলেই আমার এই পোস্ট করা স্বার্থক। তাছাড়া কোন প্রশ্ন যদি থাকে, তাহলে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করতে।

No comments:

Post a Comment