Social Icons

Thursday, January 31, 2013

HTML Formatting

HTML Text Formatting

Example : 

<html>
<body>

<p><b>This text is bold</b></p>
<p><strong>This text is strong</strong></p>
<p><i>This text is italic</i></p>
<p><em>This text is emphasized</em></p>
<p><code>This is computer output</code></p>
<p>This is<sub> subscript</sub> and <sup>superscript</sup></p>

</body>
</html>

Result : 

This text is bold
This text is strong
This text is italic
This text is emphasized
This is computer output
This is subscript and superscript

ফোল্ডার লক করুন খুব সহজই!


.০৩ এমবি সাইজের freeware সফটওয়্যার দিয়ে আপনি আপনার পিসির যেকোনও ফোল্ডারকে লক করে রাখতে পারবেন Possword দিয়ে সফটওয়্যারটির নাম হচ্ছে My Lockbox. কিন্তু অন্যান্য লকার থেকে এর ব্যতিক্রম দিক হলো Keyboard Shortcut. সফটওয়্যারটি রান করার জণ্য আপনার পছন্দ মতো একটি লক-এর আরেকটি আনলকএর কাজ শেষ এরপর লকড ফোল্ডারটিকে দেখতে চাইলে Shortcut চাপুন Password দিন, ফোল্ডরটি ভিউ হবে কাজ শেষ হলে Lock Shortcut দিন পুনরায় ফোল্ডার লহ হয়ে যাবে
সফটওয়্যারটি ডাউনলোড করুন : My Lockbox

Wednesday, January 30, 2013

মাইক্রোসফট অফিস ২০১৩ আনুষ্ঠানিক যাত্রা!


মাইক্রোসফট গত ২৯ জানুয়ারি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অফিস ২০১৩ সফটওয়্যারের নতুন সংস্করণ উম্মুক্ত করছে।
মাইক্রোসফটের এক টুইটে জানানো হয়েছে যে, নিউ ইয়র্কের ব্রায়ান্ট পার্কে অফিস সফটওয়্যারের নতুন সংস্করণটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি
২০১২ সালের জুলাই মাসে অফিসের নতুন সংস্করণের তথ্য জানিয়েছিল পাশাপাশি ২০১৩ সালের শুরুতেই বাজারে আনার তথ্য দিয়েছিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার নতুন সফটওয়্যারকে উচ্চাভিলাষী পণ্য বলে আখ্যায়িত করেছিলেন সম্প্রতি এক ব্লগ পোস্টে অফিসের নতুন সংস্করণ বাজারে আনার বিষয়টি বিপণনের ধারায় পরিবর্তন বলে বর্ণনা করেছেন বলমার

২০১২ সালে ৩৬৫ কোটি টাকারও বেশি আয় করেছেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা।


২০১২ সালে ৩৬৫ কোটি টাকারও বেশি আয় করেছেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা গতকাল মঙ্গলবার রাজধানীর বেসিস মিলনায়তনেআমার ফ্রিল্যান্সিং জীবনব্লগ প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান তথ্য জানান

Paragraphs of HTML

Paragraphs are defined with the <p> tag 

Examples : 

<html>
<body>

<p>This is a paragraph.</p>
<p>This is a paragraph.</p>
<p>This is a paragraph.</p>

</body>
</html>

Result : 

This is a paragraph.
This is a paragraph.
This is a paragraph.

Tuesday, January 29, 2013

যেভাবে HTML লিখতে হয়....

কোন প্রোগ্রাম লেখার জন্যই কোডিং করতে হয় একটি এডিটর ব্যবহার করে। HTML এ প্রোগ্রাম লেখার জন্য প্রাথমিকভাবে এডিটর হিসেবে ইউন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট এডিটর Notepad ব্যবহার করা যেতে পারে এবং বাড়তি সুবিধা ভোগ করার জন্য এডভান্স এডিটর হিসেবে Dream-weaver এবং Notepad++ ব্যবহার করা যেতে পারে। এইচটিএমএল এ লেখা প্রোগ্রাম সমূহ .html এক্সটেনশন; যেমন : index.html দ্বারা সেভ করে যে কোন ব্রাউজার দ্বারা দেখা যাবে। ব্রাউজার সমূহ হল- Internet explorer, Mozilla Firefox, Google chrome, Opera ইত্যাদি।

What is HTML?


GBPwUGgj (HTML) Gi A_© n‡”Q Hyper Text Markup Language. GwU †Kvb †cÖvMÖvwgs j¨vs¸‡qR bq, GwU GKwU gvK©Avc j¨vs¸‡qR| gvK©Avc j¨vs¸‡qR GK‡mU gvK© Avc U¨v‡Mi mgš^‡q MwVZ nq| GKwU I‡qf †c‡Ri wewfbœ Ask eªvDRv‡ii gva¨‡g wKfv‡e cÖ`wk©Z n‡e, Zv GBPwUGgGj G gvK©Avc U¨vM mg~n e¨envi K‡i cÖKvk Kiv nq| GKwU I‡qf †c‡Ri g~j MVb ‰Zwi nq GBPwUGgGj w`‡q|

Monday, January 28, 2013

Web School (ওয়েভ স্কুল) save money!!!!!!

HTML, CSS, Java Script, JQuery, PHP, Mysql, CMS (Wordpress, Joomla), Photoshop শিখতে চান? সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল নিয়ে আগামী ১ ফ্রেবুয়ারী থেকে শুরু হচ্ছে দেশী আইটি এর যাত্রা। দেশী আইটি একটি আইটি ওয়েভ স্কুল। এখানে ওয়েভ প্রোগ্রামিং ছাড়াও থাকবে, আউটসোসিং টিউটোরিয়াল, ওডেক্স টেটোরিয়াল, জাভা টিউটোরিয়াল,  MS Office টিউটোরিয়াল, নেটওয়াকিং টিউটোরিয়াল, আইটি নিউজ, গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল ইত্যাদি।

তাছাড়া এই ওয়েভ স্কুলে থাকবে, পলিটেকনিক কলেজের ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ টিপস্। থাকবে বিভিন্ন প্রশ্নের সমাধান।

দেশী আইটি কে  সার্বিক ভাবে সহায়তা করার জন্য থাকবে আইটিতে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রোগ্রামার, আইটি অফিসার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত ব্লগার।

অপেক্ষায় থাকুন আগামী ১ ফ্রেবুয়ারী থেকে শুরু হচ্ছে দেশী আইটি’র আইটি স্কুল।



মাহমুদুল হাসান
এডমিন।

Saturday, January 26, 2013

CSS fonts এবং border এর properties নিয়ে আলোচনা :


CSS এর font’s properties গুলো আপনাকে একটি টেক্সট এর ফন্ট ফ্যামিলি, সাইজ ছোট-বড় এমনকি স্টাইল নির্ধারণে সাহায্য করে। এক নজরে কিছু property গুলো দেখে নেয়া যাকঃ font, font-family, font-size, font-style font-weight ইত্যাদি। অবশ্য font property টি হল সব ফন্ট সেটিং এর একটি কম্পোজিশন মানে এর মাধ্যমে আপনি একবারে অনেকগুলো property value অ্যাসাইন করতে পারেন। যাই হোক একটি কোড দেখিঃ

অনলাইনে সিনেমার টিকিট

অনলাইনে সিনেমার টিকিট কেনার সুবিধা চালু হয়েছে। ঘরে বসেই সিনেমার টিকিট কেনার সুবিধা দিচ্ছে ইলেকট্রনিকস লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান সূর্যমুখী। এখন ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ডে প্রদর্শিত সিনেমার টিকিট কাটা যাবে ভিসা কার্ড, মাস্টার কার্ড, কিউ ক্যাশ, বিকাশের মাধ্যমে। একবারে অনলাইনে সর্বোচ্চ পাঁচটি টিকিট কেনা যাবে। বিস্তারিত: www.paypoint.com.bd । —বিজ্ঞপ্তি