মাইক্রোসফট গত ২৯ জানুয়ারি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অফিস ২০১৩ সফটওয়্যারের নতুন সংস্করণ উম্মুক্ত করছে।
মাইক্রোসফটের এক টুইটে জানানো হয়েছে যে, নিউ ইয়র্কের ব্রায়ান্ট পার্কে অফিস সফটওয়্যারের এ নতুন সংস্করণটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
২০১২ সালের জুলাই মাসে অফিসের নতুন সংস্করণের তথ্য জানিয়েছিল। পাশাপাশি ২০১৩ সালের শুরুতেই বাজারে আনার তথ্য দিয়েছিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার নতুন সফটওয়্যারকে উচ্চাভিলাষী পণ্য বলে আখ্যায়িত করেছিলেন। সম্প্রতি এক ব্লগ পোস্টে অফিসের নতুন সংস্করণ বাজারে আনার বিষয়টি বিপণনের ধারায় পরিবর্তন বলে বর্ণনা করেছেন বলমার। মাইক্রোসফটের অফিস সফটওয়্যার এমনিতেই ব্যাপক জনপ্রিয়। বিশ্বজুড়ে অধিকাংশ কম্পিউটারে অফিস সফটওয়্যার ব্যবহার করা হয়। মাইক্রোসফটের মূল রাজস্ব আয় হয় অফিস প্রোগ্রাম থেকে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক মাইকেল সিলভারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালে মাইক্রোসফট অফিস আয় করেছে এক হাজার ৪০০ কোটি ডলার, যা প্রতিষ্ঠানের মোট লাভের অর্ধেকের বেশি।
ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়াননোট, আউটলুক, পাবলিশার ও অ্যাকসেসের নতুন সংস্করণ থাকছে অফিস ২০১৩-তে। সফটওয়্যারটির প্রফেশনাল সংস্করণটির দাম পড়বে ৩৯৯.৯৯ মার্কিন ডলার। হোম ও স্টুডেন্ট সংস্করণে আউটলুক, পাবলিশার ও অ্যাকসেস থাকবে না। হোম ও স্টুডেন্ট সংস্করণে খরচ পড়বে ১৩৯.৯৯ মার্কিন ডলার।
২০১২ সালের জুলাই মাসে অফিসের নতুন সংস্করণের তথ্য জানিয়েছিল। পাশাপাশি ২০১৩ সালের শুরুতেই বাজারে আনার তথ্য দিয়েছিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার নতুন সফটওয়্যারকে উচ্চাভিলাষী পণ্য বলে আখ্যায়িত করেছিলেন। সম্প্রতি এক ব্লগ পোস্টে অফিসের নতুন সংস্করণ বাজারে আনার বিষয়টি বিপণনের ধারায় পরিবর্তন বলে বর্ণনা করেছেন বলমার। মাইক্রোসফটের অফিস সফটওয়্যার এমনিতেই ব্যাপক জনপ্রিয়। বিশ্বজুড়ে অধিকাংশ কম্পিউটারে অফিস সফটওয়্যার ব্যবহার করা হয়। মাইক্রোসফটের মূল রাজস্ব আয় হয় অফিস প্রোগ্রাম থেকে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক মাইকেল সিলভারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালে মাইক্রোসফট অফিস আয় করেছে এক হাজার ৪০০ কোটি ডলার, যা প্রতিষ্ঠানের মোট লাভের অর্ধেকের বেশি।
ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়াননোট, আউটলুক, পাবলিশার ও অ্যাকসেসের নতুন সংস্করণ থাকছে অফিস ২০১৩-তে। সফটওয়্যারটির প্রফেশনাল সংস্করণটির দাম পড়বে ৩৯৯.৯৯ মার্কিন ডলার। হোম ও স্টুডেন্ট সংস্করণে আউটলুক, পাবলিশার ও অ্যাকসেস থাকবে না। হোম ও স্টুডেন্ট সংস্করণে খরচ পড়বে ১৩৯.৯৯ মার্কিন ডলার।
No comments:
Post a Comment