২০১২ সালে ৩৬৫
কোটি টাকারও
বেশি আয়
করেছেন বাংলাদেশের
ফ্রিল্যান্সাররা। গতকাল মঙ্গলবার রাজধানীর
বেসিস মিলনায়তনে
‘আমার ফ্রিল্যান্সিং
জীবন’ ব্লগ
প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওপেন
সোর্স নেটওয়ার্কের
(বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান
এ তথ্য
জানান।
ফ্রিল্যান্সার ডটকম, ওডেস্ক ও ইল্যান্সের
মতো অনলাইন
মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশের বিভিন্ন
অঞ্চলের ফ্রিল্যান্সাররা
কাজ করছেন। দেশের
প্রায় লক্ষাধিক
ফ্রিল্যান্সার কাজ করছেন বিভিন্ন মার্কেটপ্লেসে। কোনো
ধরনের পৃষ্ঠপোষকতা
ছাড়াই প্রতিদিন
এক কোটি
টাকা আয়
করছেন তাঁরা। রাজধানীর বেসিস মিলনায়তনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, বিডিওএসএন এর সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রিয় ডটকমের সম্পাদক জাকারিয়া স্বপন, স্মার্ট টেকনোলজিসের সহকারী ব্যবস্থাপক মোজাহিদুল আল বেরুনি, ইল্যান্স-এর কান্ট্রি ডিরেক্টর মো. সাইদুর মামুন খান, ওডেস্ক এর অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানি ও ফ্রিল্যান্সারের মো. আলী আজগর।
সংবাদ সম্মেলনে ফ্রিল্যান্সারদের একটি প্ল্যাটফর্মে আনতে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি দেশে একটি ফ্রিল্যান্সিং কমিউনিটি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বক্তারা।
বেসিসের ভারপ্রাপ্ত সভাপতির ভাষ্য, ফ্রিল্যান্সাররাই হচ্ছেন আগামী দিনের উদ্যোক্তা। ফ্রিল্যান্সারদের এক প্ল্যাটফর্মে আনা গেলে ও নতুনদের সচেতন করলে নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। বেসিস ফ্রিল্যান্সিং এর যেকোনো কাজের সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিডিওএসএন এর সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘গত বছর বাংলাদেশের ফ্রিল্যান্সাররা আউটসোর্সিং থেকে প্রতিদিন গড়ে এক কোটি টাকা আয় করেছে। একাজে তাঁদের পৃষ্ঠপোষকতা ও উত্সাহ প্রয়োজন। এর পাশাপাশি নারী ফ্রিল্যান্সার তৈরিতেও গুরুত্ব দেন তিনি। ফ্রিল্যান্সিং পেশা হিসেবে বেছে নিতে এ বিষয়ে দক্ষতার কথা জানান তিনি।’
বাংলাদেশে ফ্রিল্যান্সার ডটকম, ওডেস্ক ও ইল্যান্সের প্রতিনিধিরা এ সাইটগুলোতে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাজের প্রশংসা করেন এবং আরো উদ্যোগী হওয়ার কথা জানান।
No comments:
Post a Comment