Social Icons

Tuesday, January 29, 2013

যেভাবে HTML লিখতে হয়....

কোন প্রোগ্রাম লেখার জন্যই কোডিং করতে হয় একটি এডিটর ব্যবহার করে। HTML এ প্রোগ্রাম লেখার জন্য প্রাথমিকভাবে এডিটর হিসেবে ইউন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট এডিটর Notepad ব্যবহার করা যেতে পারে এবং বাড়তি সুবিধা ভোগ করার জন্য এডভান্স এডিটর হিসেবে Dream-weaver এবং Notepad++ ব্যবহার করা যেতে পারে। এইচটিএমএল এ লেখা প্রোগ্রাম সমূহ .html এক্সটেনশন; যেমন : index.html দ্বারা সেভ করে যে কোন ব্রাউজার দ্বারা দেখা যাবে। ব্রাউজার সমূহ হল- Internet explorer, Mozilla Firefox, Google chrome, Opera ইত্যাদি।

No comments:

Post a Comment