Social Icons

Monday, January 28, 2013

Web School (ওয়েভ স্কুল) save money!!!!!!

HTML, CSS, Java Script, JQuery, PHP, Mysql, CMS (Wordpress, Joomla), Photoshop শিখতে চান? সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল নিয়ে আগামী ১ ফ্রেবুয়ারী থেকে শুরু হচ্ছে দেশী আইটি এর যাত্রা। দেশী আইটি একটি আইটি ওয়েভ স্কুল। এখানে ওয়েভ প্রোগ্রামিং ছাড়াও থাকবে, আউটসোসিং টিউটোরিয়াল, ওডেক্স টেটোরিয়াল, জাভা টিউটোরিয়াল,  MS Office টিউটোরিয়াল, নেটওয়াকিং টিউটোরিয়াল, আইটি নিউজ, গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল ইত্যাদি।

তাছাড়া এই ওয়েভ স্কুলে থাকবে, পলিটেকনিক কলেজের ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ টিপস্। থাকবে বিভিন্ন প্রশ্নের সমাধান।

দেশী আইটি কে  সার্বিক ভাবে সহায়তা করার জন্য থাকবে আইটিতে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রোগ্রামার, আইটি অফিসার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত ব্লগার।

অপেক্ষায় থাকুন আগামী ১ ফ্রেবুয়ারী থেকে শুরু হচ্ছে দেশী আইটি’র আইটি স্কুল।



মাহমুদুল হাসান
এডমিন।

No comments:

Post a Comment